রাজধানীতে দিনের শুরুতে বৃষ্টি (ভিডিও)

রাজধানীতে আজকের দিনটাই শুরু হয়েছে মেঘলা আকাশ নিয়ে, তারপর সামান্য বৃষ্টি। তবে বেলা ১১টার দিকে কিছু কিছু স্থানে বেড়ে যায় বৃষ্টির পরিমাণ। ঢাকায় যে বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস ছিল গতকালই।

দিনের শুরুতে এমন বৃষ্টিতে রাস্তায় বের হওয়ার মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। তবে বসন্তের এই বৃষ্টিকে আবার উপভোগও করছেন অনেকে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, রাজধানীতে আকাশ আরও কিছু সময় মেঘলা থাকবে। দুপুরের পর মেঘ কেটে যেতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ও কাল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, রংপুর ও সিলেটে আশঙ্কা বেশি।

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts