ঈদযাত্রা : বিমানবন্দর থেকে উত্তরা অংশের একটি ফ্লাইওভার চালু

আসন্ন ঈদে সড়কে ভোগান্তি কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বিমানবন্দর থেকে উত্তরা অংশের একটি ফ্লাইওভার চালু করেছে।

বুধবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মহিরুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওই এলাকা পরিদর্শন করার কথা রয়েছে বলেও তিনি জানান।

মহিরুল ইসলাম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিংয়ে ৬৮৩ মিটার উড়ালসড়ক খুলে দেয়ায় ঢাকা থেকে গাজীপুরের কলেজগেট পর্যন্ত যানবাহন বের হওয়ার পথ আরও সহজ হলো। ক্রমান্বয়ে অন্য অংশও খুলে দেয়া হবে।

এর আগে গত নভেম্বরে টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন চলাচলের জন্য ফ্লাইওভারটি খুলে দেয়া হয়।
Print Friendly

Related Posts