৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে এসব অঞ্চলের নদীবন্দরকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। বৃষ্টির জন্য ইসতেসকার নামাজও আদায় করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর হালকা বৃষ্টিরও দেখা মেলে। এর ফলে দুই দিন ধরে তাপমাত্রা কিছুটা কমে আসে।

Print Friendly

Related Posts