মুসল্লিদের মানববন্ধন: মোহাম্মদপুরে মসজিদের জায়গা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডের ৬৩ বছরের পুরনো ঐতিহ্যবাহী বায়তুস সালাম জামে মসজিদের জায়গা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লিরা।

শুক্রবার (১৯ মে) জুমার নামাজ শেষে আজাদ এভিনিউ থেকে টাউন হল বাজার পর্যন্ত মুসল্লিদের বিশাল মানববন্ধন কর্মসুচিতে এই দাবী জানানো হয়।

মানববন্ধনে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইদুজ্জামান বলেন, ৬৩ বছরের পুরানা ঐতিহ্যবাহী বায়তুস সালাম জামে মসজিদে ইকবাল রোড, স্যার সৈয়দ রোড, আসাদ এভিনিউ ও শাহাজান রোডের মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। জন্মলগ্ন থেকেই এখানে এতিমখানা ও মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। সরকারের নকশায় শুরু থেকে ৫২.৩৫ কাঠা জায়গায় মসজিদের ‘এম’ চিহ্ন দেয়া রয়েছে।

 

কিন্তু সম্প্রতি মোহাম্মদ জসিম নামে একজন ব্যক্তি গৃহায়ন কর্তৃপক্ষের কিছু অসাধু ব্যক্তির ইন্ধনে ক্রয়সূত্র দেখিয়ে ১২.৫ কাঠা জায়গার ভুয়া কাগজ তৈরী করে অবৈধভাবে দখলের পায়তারা করছে। যাদের কাছ থেকে জমি ক্রয় করেছেন তাদের কাউকে উপস্থিত করতে না পারলেও ওই জমিতে নিজেরা দখলে রয়েছেন বলেও ভুয়া কাগজে উল্লেখ করেছেন। অথচ তার এসব তথ্য সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এই অসাধু চক্রের কবল থেকে মসজিদের জায়গা রক্ষার জন্য আমরা প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রোকন, সাংগঠনিক সম্পাদক জাকির হাসান পিন্টু, সদস্য ব্রিগেডিয়ার (অব) রাকিবুজ্জামান, আবুল হাসনাত, মো মাহবুবুল আলমসহ মসজিদের কয়েকশত মুসল্লি এবং মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।

অসিত/ঢাকা

Print Friendly, PDF & Email

Related Posts