ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চলের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকায়-১’র সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার (২৯ মে) রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাজধানীর উত্তরা অঞ্চলের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত সততা সংঘের সদস্যবৃন্দ।

ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লে. কর্নেল এম আব্দুল খালেক (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়, ঢাকা-১’র সহকারি পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, উপসহকারি পরিচালক মাহমুদুল হাসান এবং এএসআই সৈয়দ মহিদুল হাসান। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসলাম সেরনিয়াবাত, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান এবং কমিটির সদস্য নাজমুল আলম, লায়লা রোকসানা, সীমা সেন, আব্দুল কাদের প্রমুখ।

দুর্নীতি বিরোধী নির্ধারিত তিনটি বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজউক উত্তরা মডেল কলেজ এবং রানার্সআপ শিরোপা জিতেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মাইলস্টোন কলেজ, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিনখান উচ্চ বালিকা বিদ্যালয় এবং বিএ এফ শাহীন কলেজ কুর্মিটোলা।

-শাহ বুলবুল

Print Friendly

Related Posts