ঢাকায় সকাল থেকে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত, হবে আরও তিন দিন

রাজধানী ঢাকায় সোমবার (১২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি থাকবে আরও দুই থেকে তিন দিন।

টানা কয়েকদিন তীব্র তাপদাহের পর রাজধানীসহ সারাদেশে চলছে স্বস্তির বৃষ্টি। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে ঢাকার চিত্র খানিকটা ভিন্ন। প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে পড়তে হয় অস্বস্তিতে। আবার কোথাও কোথাও জলাবদ্ধতা আর তীব্র যানজটে ভোগান্তি ওঠে চরমে।

সকাল থেকেই আকাশে ছিল মেঘের আনাগোনা। ছিল বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন। এরপর খানিকটা বিরতি দিয়ে বেলা ১১টা নাগাদ শুরু হয় ঝুম বৃষ্টি। 
টানা তাপদাহের পর যা স্বস্তি এনে দিয়েছে নগরজীবনে। তাই বৃষ্টি উপভোগ করতে ভিজতে দেখা যায় অনেককে। তবে উল্টো চিত্র রাজধানীর মিরপুর এলাকায়। ঝুম বৃষ্টিতে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০’সহ আশপাশের এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় পানিতে। তৈরি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 

আবহাওয়া অফিস বলছে, সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত চলবে আরো কয়েকদিন। 

বৃষ্টিপাতের প্রভাবে বিভিন্ন স্থানে চলা তাপপ্রবাহ শিগগিরই কমে আসবেও জানায় আবহাওয়া অফিস।
Print Friendly, PDF & Email

Related Posts