হাঁটতে হাঁটতে যেখানে দাঁড়ালে এসে
শাহ মতিন টিপু
হাঁটতে হাঁটতে যেখানে এসে দাঁড়ালে এটাই সে রেসকোর্স যা
পাশের রমনার দোলের মতন দুলিয়ে যাচ্ছে মন তোমার।
এখানে সার সার গাছ ছিলোনা তখন ,
মনের জানালা খোলো, হাওয়ায় পাতো কান
ইথার তরঙ্গে শুনতে পাবে সেই দুনিয়া কাঁপানো- এবারের
সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম-এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
রেসকোর্সের গজিয়ে ওঠা গাছপালার পাতায় পাতায়
আজও শোনা যাবে সেই গর্জন, রয়েল বেঙ্গল হুংকার-
আমি যদি হুকুম দেবার নাও পারি
এক যাদুকরের অঙ্গুলি হেলনে মুহূর্তে
কোটি রয়েল বেঙ্গলে রূপ নিয়েছিলো সংগ্রামী জনতা
এই উদ্যানের চতুদিকে দাউদাউ জ্বলে উঠেছিলো
দাবানল অনল।
একদিন এলো সেই স্বাধীনতা
বন্দিশালা ছেড়ে নেতা ফিরে এলেন
এই উদ্যানের পাতায় পাতায় পাখিদের কলরবে
নতুন স্পন্দন জাগলো
দুমড়ে মুচড়ে ফেলা প্রিয় ভূমিতে নব কিশলয়
সূর্যালোকে খলবলিয়ে উঠছিল মাত্র, লালাভ ছেড়ে পুর্ণতায়
পা বাড়িয়ে দিতে না দিতেই জলপাই দানব
শেষ করে দিলো সব।
নিথর সারি সারি শব দেখে
ভুলে গেল গান হাজারো পাখি এই উদ্যানে
সব দেশপ্রেমিকেরা আজ সে ইতিহাস জানে।
এখানের পাতাদের খুব কাছে গিয়ে পাতো যদি কান-
শুনতে পাবে সেই বিষন্ন বেদনার গান, অফুরান।