আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ll আফজাল হোসেন

আমি অভাব উপেক্ষা করে ভালোবাসতে শিখেছিলাম
দায়ী করবো কাকে আমি
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়
দায়ী নয় হরিয়াল, বটফল, দূরের ডাহুক
কামার কুমার বা তন্ত্র মন্ত্র জানা মেয়ে পুরুষেরা
দায়ী নয়, কেউ দায়ী নয়
বাজারের হাঁকডাক, লালসার শিকার বিকার
সবই সবার নিয়মে চলে-
অনিয়ম শেখেনি চুলা বা চাষা এবং-
চষা ক্ষেত, ডালভাত, পাতের লবণ
তবু বিনা মেঘে বজ্রপাত
এই পৃথিবীরই পুরানো তামাশা
অভিযোগ, অভিমান, ক্ষোভে নয়-
স্পষ্ট উচ্চারণে শোনো- কেউ নয় দায়ী
ঘাতকেরা চেনে শুধুই আঁধার
তোমাদেরও জানা, আঁধার অদৃশ্য করে সবই
দায়ী করবো কাকে আমি
কার দিকে তুলবো আমি প্রতিবাদ শেখা আঙুল
অসীম ক্ষমায় বেঁচে থাকে প্রেম
প্রাণ থেকে পেরেক সকলের জন্য এই সরল নিয়ম
শোকে ক্ষোভে নয়, বলছি প্রাণ খুলে হাসিমুখে
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
১৪/ ০৮/ ২০২৩
Print Friendly, PDF & Email

Related Posts