ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে।

এবার পুরস্কার পেয়েছেন আসলাম সানী (মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ), ফারুক নওয়াজ (কিশোর কবিতা), আতাউল করিম (ছড়া), রিফাত নিগার শাপলা (ছড়া) ও মোমিন উদ্দীন খালেদ (প্রচ্ছদ ও গ্রন্থচিত্রণ)।

ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত তিনটি সেরা ছড়ার বইয়ের লেখককে পুরস্কৃত করার কথাও জানানো হয়। এ পুরষ্কারে মনোনীতরা হলেন- সৈয়দ হিলাল সাইফ (ছোট্ট খুকির বিড়াল ছানা) ও রাশিদা আখতার লিলি (বাঁদর নাচে ডালিম গাছে), শাহরিয়ার মাসুম (সবুজ পাতার কানের দুল)।

ডিসেম্বরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। পুরষ্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয়, সম্মাননাপত্র।

পুরস্কার কমিটির আহ্বায়ক ছোটদের সময় উপদেষ্টা সম্পাদক শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম এবং সদস্য সচিব ছোটদের সময় সম্পাদক ও প্রকাশক শিশুসাহিত্যিক মামুন সারওয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়।

Print Friendly, PDF & Email

Related Posts