জ ই বুলবুল : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার আর নেই।
সোমবার সকাল ৮.২৫ মিনিটে ফুলবাড়িয়ার নিজ বাসায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
আল-মামুন সরকার দীর্ঘদিন যাবত নানা অসুস্থতায় ভুগছিলেন। তবে চিকিৎসা শেষে তিনি গত কিছুদিন যাবত আগের চেয়ে স্বাভাবিক চলাফেরা করছিলেন। গতকাল (রোববার) সংবাদ সম্মেলন করাসহ পরিষদের যাবতীয় কাজে অংশ নেন।
আল-মামুন সরকারের মৃত্যুতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, এম.পি. শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মন্ত্রীর পিআরও ড .রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
এদিকে সকালে তার বাড়িতে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা’সহ রাজনীতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
আল-মামুন সরকার একজন নির্লোভ রাজনীতিবিদ ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মানবসেবায় তিনি রাষ্টীয়সহ বেসরকারিভাবে বেশকিছু পুরস্কার পান। তিনি প্রতিবন্ধীদের নিয়েও কাজ করতেন। আল-মামুন সরকারের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। দলমত নির্বিশেষে সবাই ছুটে যাচ্ছেন তার বাড়িতে। সান্ত্বনা জানাচ্ছেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি।