বান্দরবানের বহু আলোচিত তৈরি প্রথম ব্র্যান্ডিং ‘কলাবতী শাড়ি’র উদ্ভাবক রাঁধাবতী দেবী নয় বলে দাবি করেছেন পিস মহিলা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক সাইং সাইং উ (নিনি)।
রোববার (৮অক্টোবর) সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
তিনি জানান, কলাবতীর সৃষ্টি ও জন্ম বান্দরবানে। কলা গাছের তন্ত থেকে তৈরি কলাবতী শাড়িটি বান্দরবানের প্রথম ব্র্যান্ডিং প্রোডাক্ট। পাইলট প্রজেক্টের মাধ্যমে আরও উন্নত কাপড় তৈরিতে সিলেটের শ্রীমঙ্গল থেকে তাঁত শিল্পী রাঁধাবতী দেবীসহ আরো ৩ জনকে আনা হয়। সেসব তাঁত কারিগরদের দিয়ে দৈনিক বেতনে কাজ শুরু করে পিস মহিলা কল্যাণ সংগঠন। সবকিছু শেষে তৎকালীন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সার্বিক সহযোগীতায় শাড়ীর নাম রাখা হয় ‘কলাবতী শাড়ি’। তাই বলে রাঁধাবতী কলাবতী শাড়ীর উদ্ভাবক হতে পারেন না। এই সংগঠনের উদ্যোগে বান্দরবানের ‘কলাবতী শাড়ি’র প্রজেক্ট এখনো পর্যন্ত চলমান রয়েছে বলে জানান।
নির্বাহী পরিচালক সাইং সাইং উ (নিনি) বলেন, ‘কলাবতী শাড়ি’ তৈরির সম্পূর্ণ পরিকল্পনাসহ প্রক্রিয়া সংগঠনের। এই কাজের মাধ্যমে এলাকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা হয়। কিন্তু এই শাড়িটির সুনাম ও প্রচারণা দেখে রাধাবতী দেবী নিজেকে উদ্ভাবক হিসেবে মিথ্যা তথ্য দিয়ে অপ্রচার চালিয়েছে।
সত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে বান্দরবানের এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের এডজানন্ট ফ্যাকাল্টি ড. মোহাম্মদ জহিরুল হক, প্রক্টর মো. ওয়াহিদুর রহমান, কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক রুবেল, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।