অপরাধীরা দুর্বল তাদের নিয়ে ভাবার দরকার নেই : মাশরাফি

দুর্বল মানুষ ব্যক্তিগত জায়গায় আঘাত করে। যারা ব্যক্তিগত জায়গায় আঘাত করে তাদের নিয়ে ভাবার দরকার নেই। অপরাধীরা দুর্বল তাদের নিয়ে চিন্তা করার দরকার নেই। নড়াইলে দুর্গাপূজা নিয়ে কখনো কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নাই।

বলেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে আইন শৃংখলা রক্ষার্থে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সোমবার (৯আক্টোবর) সকালে জেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু।

সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, বিগত দিনে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের সাথে ছিলেন, আশা করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও সাথে থাকবেন। প্রধানমন্ত্রী আপনাদের জন্য কি করেছেন আপনারা তা দেখেছেন।

সবশেষে মাশরাফি প্রতিটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন বলে ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আশফাকুল হক চৗধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আনজুমান আরা, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিখিল কুমার সরকার প্রমূখ।

এ সময় পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বারে জেলায় মোট ৫৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলার ২৬৮টি, লোহাগড়ায় ১৫১ ও কালিয়া উপজেলায় ১৫২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

Print Friendly, PDF & Email

Related Posts