ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ

বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩৩ তম তিরোধান দিবস আজ। এই মরমি সাধক ১৮৯০ সালের ১৭ অক্টোবর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়া বাড়িতে দেহ সম্বরণ করেন। এ দিনটিকে তিরোধান দিবস বলা হয়। ভক্ত-শিষ্যরা দিনটি পালন করে আসছে বছরের পর বছর ধরে। এ উপলক্ষে কুষ্টিয়া ছেঁউড়িয়ার লালন আখড়া বাড়িতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ৩ দিনের অনুষ্ঠান ও গ্রামীণ মেলা।

এ আয়োজনকে ঘিরে ছেঁউড়িয়ায় মরা কালিগঙ্গা নদী তীরের লালন আখড়া বাড়িতে এখন সাজ-সাজ রব। নতুন রংয়ে আচ্ছাদিত আখড়া বাড়ির আঙিনা। আলোচনা সভা ও সংগীতের জন্য নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। ৩ দিনের এ আয়োজনে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে সাধু-গুরু, বাউল, ভক্তরা আখড়া বাড়িতে ছুটে এসেছেন।

সোমবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা।

তিনি বলেন, সকল প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছে লালন একাডেমি। এ ছাড়া স্মরণোৎসব নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিনদিন চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ।

আখড়াবাড়িতে এবার তিরোধান দিবসে আগে থেকেই সাধু-গুরুদের ভিড় বেড়েছে। লালন একাডেমির নির্ধারিত স্থানে তারা ছোট দলে ভাগ হয়ে দরদ ভরা গলায় গেয়ে চলেছেন লালনের গান। তিরোধান দিবস উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরাও মেলার পসরা সাজিয়ে বসেছেন।

 

Print Friendly, PDF & Email

Related Posts