মো. রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে সড়কের ওপর ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।সরকার বিরোধী মিছিল নিয়ে তারা ধামরাই বাজার থেকে ঢুলিভিটা দিকে যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
আটকরা হলেন- গাঙ্গুটিয়া ইউনিয়নের কৃষ্ণ পুরা বাথুলি গ্রামে নুরু মিয়ার ছেলে আবুল বাশার মন্টু (৫০), একই এলাকার সুজন মিয়া (৩০)। তারা দুইজন বিএনপির সমর্থক বলে জানা গেছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, আজ সকাল ৭টার দিকে ধামরাই বাজার থেকে ঢুলিভিটা দিকে একটি মিছিল নামে। এসময় কিছু দুষ্কৃতিকারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং জনসাধারণের চলাচলের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। তখন সড়ক অবরোধ করে তারা টায়ারে আগুন দেয় ও বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করি। অন্যরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুইটি ককটেল ও চারটি চকলেট বোমাসহ বিস্ফোরিত আলামত উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।