ধামরাইয়ে বিএনপির ১৯৩ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা

মো. রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ধামরাই থানা পুলিশ। মামলা নং-৩২।

শনিবার (২৮ অক্টােবর) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।এর আগে শনিবার ঢুলিভিটা থেকে কৃষ্ণ পুরা বাথুলীর বিএনপি নেতা আবুল বাশার মন্টু (৫০) ও একই এলাকার সুজন মিয়াকে (৩০) আটক করে পুলিশ।এসময় ঘটনাস্থল থেকে দুইটি ককটেল ও চারটি চকলেট বোমাসহ বিস্ফোরিত আলামত উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

উল্লেখ্য, শনিবার সকাল ৭টার দিকে ধামরাই বাজার থেকে ঢুলিভিটা দিকে একটি মিছিল বের হয়। এসময় কিছু দুষ্কৃতিকারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং জনসাধারণের চলাচলের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। তখন সড়ক অবরোধ করে তারা টায়ারে আগুন দেয় ও বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করি। অন্যরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, গতকাল শনিবার সকালে ককটেল ও চকলেট বোমাসহ দুইজনকে আটক করি। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email

Related Posts