ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের পাঙাশ মাছ।
শনিবার (৪ নভেম্বর) সকালে মেহেদী গাজী নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ। পরে ঝালকাঠির মাছের আড়তে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়।
জেলে মেহেদী গাজী নলছিটি পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি বলেন, সকালে নদীতে মাছ ধরতে গেলে আমার জালে এই মাছটি ধরা পড়ে। মাছটি ৮ শত টাকা কেজি দরে দাম চেয়েছি। অনেকে ৭ শত টাকা করে বলেছে, আমি দেইনি। পরে ঝালকাঠির মাছের আড়তে নিয়ে এসেছি। আমার জালে মাছটি ধরা পড়ায় খুবই ভালো লাগছে।
ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ আহরণ নিষেধাজ্ঞা, জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম, বেহুন্দী জাল, কারেন্টজালসহ সব ধরনের অবৈধ জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশন, বাংলাদেশে মাছের প্রজনন, উৎপাদন ও সংরক্ষণের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা আশা করছি জেলেদের জালে ইলিশ ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির আরও বড় মাছ ধরা পড়বে। এতে জেলেরাই লাভবান হবে।