নৌকার মনোনয়ন পেলেন যারা

আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে।

রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করা হয়নি। আসন দুটিতে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

জাতীয় নির্বাচনের তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

মনোনয়ন পেলেন যারা

পঞ্চগড়-১ আসনে নাইমুজ জামান মুক্তা, পঞ্চগড়-২ আসনে নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনে মাজহারুল ইসলাম, দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী মনোনয়ন পেয়েছেন।

দিনাজপুর-৫ আসনে মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক, নীলফামারী-১ আসনে আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ আসনে গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আসনে জাকির হোসেন বাবু, লালমনিরহাট-১ আসনে মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনে নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনে মতিয়ার রহমান, রংপুর-১ আসনে রেজাউল করিম, রংপুর-২ আসনে আহসানুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মুহ. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আ. ওদুদ মনোনয়ন পেয়েছেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি মনোনয়ন পেয়েছেন।

রাজশাহীর ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), মোহাম্মদ আলী কামাল (রাজশাহী-২), আসাদুজ্জামান আসাদ (রাজশাহী-৩), আবুল কালাম আজাদ (রাজশাহী-৪), আব্দুল ওয়াদুদ দারা (রাজশাহী-৫) এবং মোহাম্মদ শাহরিয়ার আলম (রাজশাহী-৬)।

মনোনয়ন পেলেন যারা পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন:

Print Friendly, PDF & Email

Related Posts