মো. রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে কালামপুরে ভোট বর্জনের দাবিতে বিএনপির মিছিল ও লিফলেট বিতরনে পুলিশি বাধার মুখে পড়ে উপজেলা বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে প্রথমে সাটুরিয়া বালিয়া আঞ্চলিক মহাসড়কের কালামপুর আমাতনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে মিছিল বের করে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কালামপুর বাজারে পৌচ্ছালে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের উপস্থিতিতে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরন করার সময় পুলিশ বাধা দেয়। পরে মিছিল থেকে দুইজন বিএনপির কর্মী আটক করে পুলিশ। এসময় পুলিশের সাথে বিএনপির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে। ওই সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে দুইজনকে ছাড়িয়ে নেয় বিএনপির নেতা কর্মীরা।