শীতার্ত মায়েদের উষ্ণতা উপহার দিলো আমরা সবাই ফাউন্ডেশন

জাতীয় মানবিক সংগঠন আমরা সবাই ফাউন্ডেশন কর্তৃক অসহায় শীতার্ত মায়েদের উষ্ণতা উপহার (কম্বল) প্রদান কার্যক্রম রবিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর জাকির হোসেন রোডস্থ আমরা সবাই ফাউন্ডেশন স্কুলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা সবাই ফাউন্ডেশনের উপদেষ্টা মানবহিতৈষী অধ্যাপক কামরুন নাহার হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, আমেরিকায় পাবলিক কনটেস্ট এ নির্বাচিত মিউনিসিপ্যাল মেজরিটি ইন্সপেক্টর (২০০৫-২০০৯) কবি শাহীদুজ্জামান প্রধান (শাহী প্রধান), ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আবদুল কাদির, সমাজ কল্যাণ সমিতি মোহাম্মদপুর এর সভাপতি হাসানুল হক পান্না, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মো. হেদায়েত হোসেন, বিশিষ্ট টেলিভিশন সাংবাদিক সালাম মাহমুদ, ASF স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান লিপ্টন, CSWPD এর চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান।

সভাপতিত্ব করেন, আমরা সবাই ফাউন্ডেশনের সহ-সভাপতি ও ট্রাস্টি মেম্বার ইঞ্জিনিয়ার সাকিল খান। সঞ্চালনায় ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আমজাদ হোসেন অপু। সার্বিক তত্বাবধানে ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা জাহাঙ্গীর আলম স্বপন।

অনুষ্ঠানে প্রায় অর্ধ সহস্রাধিক মাকে কম্বল উপহার দেয়া হয়।

উল্লেখ্য, আমরা সবাই ফাউন্ডেশন অধিকার বঞ্চিত শিশুদের শিক্ষা অর্জন, সাংস্কৃতিক বিকাশ ও সুষ্ঠুভাবে বেড়ে ওঠা নিয়ে কাজ করেন এবং অসহায় মায়েদের আহার কার্যক্রম পরিচালনা করেন। ভবিষ্যতে অসহায় মায়েদের আবাসন ব্যবস্থার পরিকল্পনাও আছে সংঠনের। সংগঠনের প্রধান উপদেষ্টা হামদর্দ বাংলাদেশ এর এমডি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী অধ্যাপক কামরুন নাহার হারুন এর মেধা-মনন, সহযোগিতা ও প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম স্বপন এর নিরলস প্রচেষ্টায় এ সংগঠনের মানবিক কার্যক্রমসমূহ সুচারুভাবে পরিচালিত হয়।

Print Friendly, PDF & Email

Related Posts