শ্রেষ্ঠ রিপোর্টিংয়ে আবারো সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক জ ই বুলবুল

শ্রেষ্ঠ রিপোর্টিংয়ে আবারো সম্মাননা ক্রেস্ট পেলেন এশিয়ান টিভির সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ জহিরুল হক (জ ই বুলবুল)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) রাজধানীর নিকেতনে এশিয়ান টিভির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে তাকে এ সম্মাননা দেয়া হয়।

এশিয়ান টিভির নিজস্ব কার্যালয়ে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিনিধি সম্মেলন। এসময় ঢাকাসহ সারাদেশের এশিয়ান টিভির ব্যুরো চীফ ও বিভাগীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুন-উর-রশিদ সিআইপি ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, এবং কো- চেয়ারম্যান ও দেশ রুপান্তর প্রকাশক মাহির আলী খান রাতুল, প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) জাহেদ ইবনে হামজা, জেনারেল ম্যানেজার শাহ রেজালউল মাহমুদ, ব্যবস্হাপক, মানব সম্পদ ও প্রশাসন মোহাম্মদ শেখ কাদির, প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসেন, হেড অব ব্রডকাস্ট আনোয়ারুল কবির, হেড অব মার্কেটিং শেখ শাখায়ে উল্লাহ মিলন, প্রোগ্রাম প্রধান জাহিদ হোসেন শুভনসহ আরো অনেকে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন জেলা- থানার শ্রেষ্ঠ প্রতিনিধিদের ক্রেস্ট দিয়ে কাজের উৎসাহ প্রদানের জন্য সম্মাননা জানানো হয়েছে এমন আরো অনেককে।

সাংবাদিকতা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক ও গণমাধ্যমে নানা ভূমিকা রেখে নিজেকে স্বমহিমায় দ্যুতি ছড়াচ্ছেন এই সিনিয়র সাংবাদিক জ. ই বুলবুল। তিনি এশিয়ান টিভি ও রূপায়ন গ্রুপের মিডিয়া দেশ রুপান্তরেরও একজন রিপোর্টার। তাছাড়া প্রথম আলো’র স্বাস্হ্য বিষয়ক কন্ট্রিবিউটর এবং বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক। নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩৩ বছর নানা বিষয় যেমন- ফ্রি-ল্যান্স লেখক, স্বাস্থ্য কন্ট্রিবিউটর, ফিচার ডেস্ক, নকশা, অনুসন্ধানমূলক প্রতিবেদন, সমসাময়িক বিষয় নিয়ে সময়ের ছড়া, ইত্যাদি বিষয়গুলোতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সাংবাদিক জ.ই বুলবুল শুধুমাত্র সাংবাদিকতায়ই নয় সমসাময়িক বিষয়ে সময়ের ছড়াকার হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তাছাড়া জ. ই বুলবুল এশিয়ান টিভির শ্রেষ্ঠ রিপোর্টিং এর জন্য সম্মাননা পুরস্কার ছাড়াও বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন, মানবাধিকার সংগঠন, পিআইবি থেকেও সনদ/ পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, নিজ কর্মস্থল এশিয়ান টিভি থেকে এবার নিয়ে ৫ বারের মতো সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন বুলবুল।

জেআইবি/ডি

Print Friendly

Related Posts