শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

জ ই বুলবুল : ঢাকা সেনানিবাসের প্রাণ কেন্দ্রে অবস্থিত শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৮ জানুয়ারি রোববার বিকেলে সমাপ্ত হয়েছে।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি, জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া এবং বিশেষ অতিথি ছিলেন বেগম ফারহানা সরওয়ার।

গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার এ প্রতিযোগিতা উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব, এসইউপি, এনডিসি, পিএসসি, পরিচালক, সেনাসদর, এমও পরিদপ্তর, ঢাকা সেনানিবাস।

এই দিন বিশেষ অতিথির আসন অলংকৃত করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বেগম জেবিন আনোয়ার। পরে সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

বিজয়ী হলেন যারা-

হাউজ ভিত্তিক অর্জন : বেগম রোকেয়া হাউজ ২২৪ পয়েন্ট। রাবেয়া বসরী হাউজ ১৬৫ পয়েন্ট। শামসুন নাহার হাউজ- ১৬০ পয়েন্ট। নওয়াব ফয়জুন্নেসা হাউজ- ১১৭ পয়েন্ট। সর্বোচ্চ ২২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হাউজ বেগম রোকেয়া হাউজ। ১৬৫ পয়েন্ট পেয়ে রানার আপ হাউজ রাবেয়া বসরী হাইজ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মোজাহিদুল ইসলাম।

Print Friendly, PDF & Email

Related Posts