ভোলায় তীব্র শীত, পুরাতন পোশাক কেনার হিড়িক

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভোলার মানুষের মধ্যে পুরাতন পোশাক কেনার চাহিদাও বেড়েছে।

ভোলার নতুন বাজার টাউন হলের সামনে ও কোর্ট মসজিদ প্রাঙ্গনে অস্থায়ী পুরাতন কাপড় বিক্রির দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।

তবে এবার কাপড়ের দাম তুলনামূলক একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

পুরাতন কাপড় কিনতে আসা সাদ্দাম হোসেন বলেন, আমাদের মধ্যবিত্ত্বদের বেশি টাকা দিয়ে মার্কেট থেকে শীতের গরম কাপড় কেনা সম্ভব হচ্ছে না বলে এখান থেকে নিজেদের সাধ্যের মধ্যে কিছুটা কম দামে কাপড় সংগ্রহ করি।

পুরাতন কাপড় বিক্রেতারা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখেন তারা। প্রতি বছর শীতের সময় তারা বিভিন্ন গার্মেন্টস থেকে গাইড কিনে এখানে অস্থায়ী দোকানের মাধ্যমে মালামাল বিক্রয় করেন।

তারা জানান, গতবারের তুলনায় এবার পুরাতন কাপড়ের গাইড কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। এমনকি এবারের কাপড়ের গাইডে ছেড়া, ফাঁটা ও ব্যবহারের অযোগ্য কাপড় বেশি থাকায় লোকসান পুষিয়ে নিতে তাদেরও কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

নিম্নবিত্ত-মধ্যবিত্ততো আছেনই, উচ্চবিত্ত অনেক ক্রেতাকেও দেখা যায় এসব দোকানে। তবে গ্রামগঞ্জের খেটে খাওয়া গরীব অসহায় মানুষদের বেশি আনাগোনা দেখা যায় এ সমস্ত দোকানগুলোতে।

Print Friendly

Related Posts