বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিয়ের আগে মাত্র একবার কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দ্বিতীয়বার যখন গেলেন তখন তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী।
খুব জলদি সবকিছু ঘটে গেছে মিথিলার জীবনে। যেহেতু তিনি এখন কলকাতার বৌমা, তাই সেখানে একেবারেই থেকে যাওয়ার কথা ভাবছেন কিনা প্রশ্ন করা হয় তাকে। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রশ্নে মিথিলা দিয়েছেন মন খোলা উত্তর।
মিথিলা বলেন, ‘এটা একেবারেই দৈব ঘটনা বলতে পারেন। এর আগে আমি কলকাতায় কেন, ভারতের কোথাও যাইনি। যদিও আমার পরিবারের লোকজনের এদেশে যাতায়াত ছিল। বেশ কিছুদিন আগে প্রথমবার আমি এদেশে আসি। তখন রাজস্থান বেড়াতে গিয়েছিলাম, সেটা পরিবারের সঙ্গেই। কলকাতায় আসা অর্ণবের (সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব) জন্যই। অর্ণব আমার ফুফাতো ভাই।’
সৃজিতের সঙ্গে মিথিলার আলাপ প্রথমে ফেসবুকে। পরে সম্পর্ক এগিয়ে যেতে থাকলে হোয়াটঅ্যাপ হয়ে মনের ভেতর দুজন দুজনের জায়গা করে নেন। কলকাতায় পাকপাকিভাবে থাকবেন কিনা-এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘হ্যাঁ, চাই তো। আমার আর সৃজিতের একসঙ্গে থাকার পরিকল্পনা রয়েছে। এবার দেখা যাক…।’
ভারতের নাগরিকত্বের ব্যাপারে জিনিউজের প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘এটা খুবই জটিল একটা বিষয়। তাই এখনই ভাবতে চাই না। ১১ থেকে ১২ বছর সময় লেগে যাবে হয়তো। অনেক আইনি জটিলতা। ভবিষ্যতে দেখা যাবে। তা ছাড়া নাগরিকত্ব আদৌ বদলাবো কি না সিদ্ধান্তও নিইনি। আপাতত ঠিকভাবে ভিসা পেলেই হবে।’
মিথিলা-তাহসানের মেয়ে আইরার ব্যাপারে প্রশ্ন করে জি নিউজ। বাংলাদেশি এই অভিনেত্রী উত্তরে বলেন, ‘ও জন্মের পর থেকে আমার কাছেই বেশিরভাগ সময় থাকে। আমিই ওর প্রাইমারি অভিভাবক। ও এখন খুবই ছোট। তবে আইরার সঙ্গে ওর বাবারও নিয়মিত যোগাযোগ আছে। ওকে ওর বাবা নিয়ে যায়। ওরা বেড়াতেও যায়। কিছুদিন আগেও আইরা ওর বাবার কাছে গিয়েছিল। তবে ভবিষ্যতে ও কী করবে, কার কাছে থাকবে, সেটা আইরা বড় হয়ে নিজে সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে সেটা দেখা যাবে ‘
আইরা ভারতীয় নাগরিকত্ব পাবে কী-না এমন প্রশ্নের উত্তরে সৃজিতপত্নী বলেন, ‘সবকিছুই আইরা বড় হওয়ার পর ওর নেওয়া সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এখন কিছুই জানি না। আমার নাগরিকত্ব আদৌ বদলাবো কিনা সেটাও ভেবে দেখব। আমি তো নিজেকে গ্লোবাল নাগরিক বলে মনে করি। তবে আমি কলকাতায় এসে থাকা শুরু করলে আইরাও আমার সঙ্গে কলকাতায় থাকবে।’
গত ৬ ডিসেম্বর কলকাতাতেই বিয়ে করেন সৃজিত-মিথিলা। সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় পরিচালক সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। আরও ছিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।