পা ফেললেই..॥ শাহ মতিন টিপু

পা ফেললেই ‍এখন দ্যাখো যে পথ

বুনো ঘাস, মেঠো কিংবা পিচ ঢালা

হাত বাড়ালেই মুঠি ভরে পাও যে

অবারিত সম্ভার,

আর ভেবে নাও ‍এর সবই তো তোমার-

একদিন কিছুই রবে না তার।

 

ঠোঁট বাড়ালেই ঠোঁটে তোমার চুমু খায়

না চাইলেও অনায়াসে ঢলে পড়ে তোমার গায়

করে দ্যায় বিছানাও লন্ডভন্ড

একদিন তোমার পাশে ‍এসে

আগের মতো খিলখিলিয়ে হেসে

মূহুর্তকালও দাঁড়াবে না আর।

 

তোমার চোখ তৃপ্তি ভরে চাইতো যে চোখে

দু দন্ড শান্তি পেতো ঘুরে যে ভূলোকে,

সে চোখই ‍একদিন দৃষ্টি ফেরাবে

অন্য কোথাও অন্য কোনো খানে-

যা আজ তুমি দেখতেও পাচ্ছোনা

তোমার কোনো কল্পনারও অভিধানে।

 

জীবন তো আসলে ‍এমনই

এই বাংলায় ষড়ঋতু যেমনি,

পালাবদলে ‍ঋতুরা তবুও আসে-

এই কাঁদে তো ‍এই হাসে।

জীবন তো তাও নয়,

আর ‍এখানেই আমার যতো সব ভয়।

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts