সরল সমীকরণ

শাহরিয়ার সোহেল এর কবিতা

 

স্বর্গের আবাস ছেড়ে পৃথিবীতে এলাম
এটা কি ঠিক হলো?
যন্ত্রণাময় পৃথিবী বেশ ক্লান্তিময় কষ্টকর
আমি কি আসতে চেয়েছিলাম?
পাঠানো হলো যখন আমি অসহায়
ইচ্ছার স্বাধীনতা অনুপস্থিত
জানিনা কেমন ছিলাম
হয়তো ভাল, এটাই স্বাভাবিক

 

এখন নিশিদিন কাটে মৃত্যুভয়ে
রোগ জরাগ্রস্থ যন্ত্রণা
কী করব আমি?
শুধু মৃত্যুর জন্য অপেক্ষা
শুধু দেহ বয়ে নিয়ে বেড়ানো
পৃথিবীতে বেঁচে থাকার কী আছে?
অথবা এটাইতো স্বর্গ, যদি
সবকিছু থাকে ইচ্ছামাফিক

 

কেমন ছিলাম নিশ্চিত নই
কেমন থাকব তাও নিশ্চিত নই
তবু যতক্ষণ পৃথিবীতে বসবাস
প্রিয় বন্ধু, হাতে রাখো হাত, চোখে চোখ
এভাবে হাতে হাত রাখতে রাখতে
এভাবে চোখে চোখ রাখতে রাখতে
হঠাৎ করেই হারিয়ে যাব অন্য কোনখানে
ভয় পেওনা বন্ধু, আরও কিছুকাল তুমি থাক
আনন্দ আর বিষাদভরা এ পৃথিবীতে
তারপর সবই এক সরল সমীকরণ…

Print Friendly, PDF & Email

Related Posts