আতিক হেলাল
জ্যামের ঢাকায় আমরা যারা
লোকাল বাসের যাত্রী
জান-প্রাণ সব হাতে নিয়েই
ঝুলছি দিবস-রাত্রি।
সকাল ছ’টায় রওনা দিয়ে
রাত বারোটায় ফিরি
সেই কারণেই আজ হয়েছে
চেহারার এই ছিরি।
প্রত্যেক দিন যুদ্ধ করে
বাসের হাতল ধরি
হরহামেশাই ভীড়ের চাপে
হুমড়ি খেয়ে পড়ি।
কনডাকটর ধমক মারে
হেলপারে দেয় গুঁতো
গবার পায়ে সাইজ হয়ে যায়
আমার পায়ের জুতো।
সীট পাওয়া তো দূরের কথা,
রড থাকে না ফাঁকা
অমন করে দাঁড়িয়ে থেকেই
শরীরটা হয় বাঁকা।
ছয় নম্বর, ডাবল ডেকার
‘চরিত্রহীন’ মিনি
এরা আমার সঙ্গী, এদের
হাড়ে হাড়েই চিনি।