বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বুধবার থেকে কলকাতার নন্দন প্রাঙ্গণে শুরু হয়েছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা৷ মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নবনীতা দেবসেন৷ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
এবার লিটল ম্যাগাজিন সম্মাননা জানানো হচ্ছে দুটি ছোট পত্রিকাকে৷ বাংলা আকাদেমি-মধুপর্ণী পুরস্কার পাচ্ছেন ‘আদম’ পত্রিকার সম্পাদক গৌতম মণ্ডল৷ এবং বিশেষ ডায়েরি সংখ্যার জন্য লিটল ম্যাগাজিন পুরস্কার পাচ্ছেন ‘তিতির’ পত্রিকার সম্পাদক সঞ্জয় সাহা৷
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি শাঁওলী মিত্র জানিয়েছেন— “গতবারের থেকে এবারের উৎসব অনেক বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে৷মেলাকে দু’ভাগে ভাগ করা হয়েছে। মোহরকুঞ্জে রয়েছে অনুষ্ঠানের মূল মঞ্চ৷ আর নন্দন প্রাঙ্গণ সেজে উঠেছে নানা লিটল ম্যাগাজিনের স্টলে৷” বিভিন্ন জেলা থেকে ছোট পত্রিকার সম্পাদকরা মেলায় যোগ দিয়েছেন৷
মূল মঞ্চ ছাড়াও আকাদেমি সভাঘর ও জীবনানন্দ সভাঘরে প্রতিদিন চলছে কবিতাপাঠ, গল্পপাঠ, সাহিত্য আলোচনা৷
১৫ জানুয়ারি এই উৎসব শেষ হবে৷