এক
দূরে কোথাও যাওয়ার ক্ষণে যখন তুমি ফুঁপে কাঁদো,
কিংবা যখন ফিরলে ঘরে হেসে বাহুডোরে বাঁধো,
তখন খুবই স্মরণ করি সেই এক মহান প্রভুর দয়ার,
প্রিয়তমা তখন কিন্তু তোমার নামটা যায় না বাদও।
দুই
শুধুই ভাবি সেদিন যদি নাহি আসতে বধূ হয়ে,
তাহলে কী এই ঘরেতে শান্তির মলয় যেতো বয়ে!
ভাবি তোমার ভালোবাসা পেতেই আমার জন্ম বুঝি,
মহান প্রভুর ইচ্ছেকে তাই স্মরণ করি রোজ বিস্ময়ে।
তিন
তোমার আমার প্রেমালাপন এই সমাজের কেউ না জানে,
কিন্তু সবই যায় ভেসে যায় সেই এক মহান প্রভুর কানে।
হৃদয়চোখে দেখো চেয়ে আমাদের এই নাটক দেখে-
স্রষ্টা মত্ত খুশি মনে তারই সৃষ্টির গুণগানে।
চার
ডুবে আছি বধূ তোমার গভীর প্রেমের সাগর তলে,
সেই জগতে কুড়াই শুধু মানিক-রতন থলে থলে।
তোমার প্রেমে কী যে আছে জানো না তা তুমিই নিজে,
গাচ্ছি প্রভুর গুণগান তাই, চক্ষু ভাসে খুশির জলে।