রুবাইয়াত ॥ কাজী রিয়াজুল ইসলাম
এক
কারণ ছাড়া অকারণেই রাগলে তোমায় ভালো লাগে,
ঝকামকির মাঝে নতুন জীবনবোধের ছন্দ জাগে।
শান্ত হওয়ার পরে যখন নিজের থেকেই কাছে আসো,
সাথে আনো চা বা কফি দেখে প্রভু হাসতে থাকে।
দুই
বাসন-গ্লাস ভাঙে যখন তোমারই হাত ফসকে গিয়ে,
রেগে বলো : তোমার দিকে না তাকালে ঘটতো কী এ?
হেসে বলি ঠিক বলেছো; এমন করেই বধূর সাথে
প্রেমের খেলা জমাই তো বেশ সব অপরাধ ঘাড়ে নিয়ে।
তিন
ফুল নিয়ে কী করবো বলো তুমিই যখন আছো পাশে,
জীবন আমার যায় জুড়িয়ে তোমার হাসির অনুপ্রাসে।
দু-দিন পরে ফুল শুকিয়ে ঝরে পড়ে ধূলায় লুটায়,
বধূ তুমি দিনে দিনে ভরাও মনটা প্রেমনির্যাসে।
চার
কিছুতেই না পাচ্ছি খুঁজে তোমার প্রেমের সুর-উপমা,
ঘর বাধার পর জীবন হলো তরতাজা আর জমজমা।
তোমার প্রেমের কতো ভাষা আর যে আছে ভাব-ব্যাকরণ,
কিছুই নাতো বোধে আসে পারি না করতে তরজমা।