এক
আরো কতো প্রেমের শরাব পান করিয়ে পাগলী সখি
মাতাল করে রাখবে এমন, ধরো এবার তরির লগী।
দিগন্তরেখার কাছে রবি, সময় হলো ওপার যাওয়ার;
দেখো দেখো ওই উড়ে যায় নদীর কূলের বগা-বগী।
দুই
অনেক স্বপ্ন পুরণ হলো এই ধরণীর রঙ্গমেলায়,
নেই তো জানা আর কতো দিন থাকবো মেতে বৃথা খেলায়।
অনেক হলো নাচানাচি ও রঙ্গিয়া প্রাণের সখী,
এসো এসো সেই এক প্রভুর স্মরণ করি আজ এই বেলায়।
তিন
প্রিয়তমার প্রেমশরাবেই এতোই মজা পাই যদি আজ,
ভাবছি শুধু কতোই শান্তি জমা প্রভু তোমার মাঝ!
সবই বুঝেও তোমায় পেতে করছি নাতো কর্ম কিছুই,
সারাক্ষণ তো চলতে আছি কার যেন এক ধোঁকার পাছ।
চার
আজকে যাদের সাথে আছি আনন্দ আর গল্পে মেতে,
কেউ কারো না থাকব সাথে জীবনশেষের পরিচ্ছেদে।
একে একে চলে যাবো, থাকবো যে যার আঁধার ঘরে,
কখনো আর পারবো না তো কেউ কারো আর ঘরে যেতে।