রুবাইয়াত ॥ কাজী রিয়াজুল ইসলাম

 

 

এক

 

আরো কতো প্রেমের শরাব পান করিয়ে পাগলী সখি

মাতাল করে রাখবে এমন, ধরো এবার তরির লগী।

দিগন্তরেখার কাছে রবি, সময় হলো ওপার যাওয়ার;

দেখো দেখো ওই উড়ে যায় নদীর কূলের বগা-বগী।

3743_1

দুই

 

অনেক স্বপ্ন পুরণ হলো এই ধরণীর রঙ্গমেলায়,

নেই তো জানা আর কতো দিন থাকবো মেতে বৃথা খেলায়।

অনেক হলো নাচানাচি ও রঙ্গিয়া প্রাণের সখী,

এসো এসো সেই এক প্রভুর স্মরণ করি আজ এই বেলায়।

3743_1

তিন

 

প্রিয়তমার প্রেমশরাবেই এতোই মজা পাই যদি আজ,

ভাবছি শুধু কতোই শান্তি জমা প্রভু তোমার মাঝ!

সবই বুঝেও তোমায় পেতে করছি নাতো কর্ম কিছুই,

সারাক্ষণ তো চলতে আছি কার যেন এক ধোঁকার পাছ।

3743_1

চার

 

আজকে যাদের সাথে আছি আনন্দ আর গল্পে মেতে,

কেউ কারো না থাকব সাথে জীবনশেষের পরিচ্ছেদে।

একে একে চলে যাবো, থাকবো যে যার আঁধার ঘরে,

কখনো আর পারবো না তো কেউ কারো আর ঘরে যেতে।

Print Friendly, PDF & Email

Related Posts