ইবনে মিজান : যাদের নিজের ওয়েবসাইট আছে এবং এই ওয়েবসাইট বা ব্লগ সাইট এর মাধ্যমে উপার্জনের জন্য গুগল অ্যাডসেন্সের দ্বারস্থ হয়েছেন। হয়তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়ার জন্য আপনার সাইটটি গুগলে সাবমিটও করেছেন। হয়তো অনেক আশার সেই সোনার হরিণ আডসেন্স ধরা দেয়নি আপনার জালে, তাতে কি! উপায় আছে আরো।
‘আপনার সাইটটি আডসেন্সের যোগ্য নয়’ গুগল এর এমন ইমেইল দেখে আপনার ভেঙে পরার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনাকে এখনই বলে দিচ্ছি আডসেন্সের বিকল্প উপায়। মনোযোগ দিয়ে বর্ণনাটি শুনুন এবার-
অ্যাড পাবলিশার হয়ে উপার্জন করার জন্য অনেক অনলাইন নেটওয়ার্ক সাইট রয়েছে। যেখানে খুব সহজেই অ্যাকাউন্ট অ্যাকটিভ করা যায়, আর তখন থেকেই উপার্জন করা যায়। এখন দেখে নেয়া যাক, অ্যাডসেন্সের বিকল্প এমনই একটি সাইট এবং সেই সাইটটির বিভিন্ন সুবিধা।
রেভিনিউহিটস
যারা নিজস্ব ওয়েবসাইট কিংবা ব্লগসাইট থেকে উপার্জন করতে চান রেভিনিউহিটস তাদের জন্য অনেক সহায়ক। কারণ সাইটটিতে সাইন আপ করেই নিজের সাইটে অ্যাড দেখানো যায়। এ ছাড়াও রেভিনিউহিটস এর উপার্জন তুলনামূলক ভাবে অনেক ভালো।
রেভিনিউহিটস মূলত একটি ইজরাইল বেস কোম্পানি। ২০০৮ সালে মাইঅ্যাডওয়াইজ লিমিটেড এই অ্যাড নেটওয়ার্কটি চালু করে।
রেভিনিউহিটস অ্যাড নেটওয়ার্কে যুক্ত হতে আপনাকে আপনার ওয়েবসাইটটি দিয়ে সাইনআপ করতে হবে। এবং তার জন্য আপনাকে একটি সাইনআপ ফর্ম পূরণ করতে হবে।
প্রথম অংশে আপনার সাইট এর তথ্য দেয়ার পর আপনাকে আপনার নিজস্ব কিছু তথ্য দিতে হবে। যেমন আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি।
সাইনআপের তৃতীয় অংশে আপনাকে আপনার পেমেন্ট অপশন বেছে নিতে হবে। আপনি কোন মাধ্যমে আপনার উপার্জন নিতে চান সেই অপশনটি সিলেক্ট করুন। আপনি চাইলে এই অংশের কাজটি পরেও করতে পারবেন ডিসাইড লেটার অপশনটির মাধ্যমে।
ব্যস হয়ে গেল সাইনআপ। এখন আপনাকে সাইন ইন করে অ্যাকাউন্ট এর ভেতরে প্লেসমেন্টে গিয়ে নিজের পছন্দ মতো সাইজের অ্যাড বানিয়ে নিতে হবে।
গুগল ব্যনার অ্যাড এর নমুনাঃ ( ডান পাশের প্রতীক দেখে বোঝা যায় )
রেভিনিউহিটস এর সংক্ষিপ্ত বর্ণনা:
কমিশন টাইপ: সিপিএ, সিপিএম, ডিসপ্লে/রিচ মিডিয়া, টেক্সট অ্যাড, পপ আপ/পপ আন্ডার
সর্বনিম্ন পেমেন্ট: $ ৫০
পেমেন্ট ফ্রিকুয়েন্সি: নেট৩০
পেমেন্ট মেথড: পেপাল, পাওনিওর, ব্যাংক ট্র্যান্সফার
দেশ: ইজরাইল
মেইল: info@revenuewhits.com
রেভিনিউহিটসের গড় সিপিএম রেট:
ইউনাইটেড স্টেট: $ ১.৯০
ফিলিপাইন: $ ০.৩০
ইউনাটেড আরব আমিরাত: $ ২.৮০
কানাডা: $ ১.৭০
সাইট বা ব্লগ অনুমোদন প্রক্রিয়া: আপনার সাইট কিংবা ব্লগে কী পরিমাণ ভিজিটর আছে তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যদি আপনার সাইটে উন্নত মানের লেখা থেকে থাকে তাহলেই আপনি আপনার সাইট বা ব্লগে রেভিনিউহিটস এর অ্যাড প্রকাশ করার অনুমোদন পেয়ে যাবে।
আয়ের প্রমাণ:
রেভিনিউহিটসে বিভিন্ন ধরনের অ্যাড সাইজ রয়েছে। নিচে কিছু অ্যাডের ধরন ও নাম দেয়া হল:
• Banners
• PopUnders (my favorites)
• Slider
• Shadow Box
• Top Banner
• 158*21 Button
• Footer
• Interstitial (my second favorite)
তাহলে আজ থেকেই শুরু করা যাক অনলাইন উপার্জন। অনুমোদন ফর্ম এ ক্লিক করে আপনার তথ্য দিয়ে শুরু করুন আপনার নিজের সাইট বা ব্লগের মাধ্যমে আয়ের নতুন অধ্যায়।
নিচের ভিডিওটিতে থেকে দেখে নিতে পারেন রেভিনিউহিটস অ্যাকাউন্টের ভেতর নতুন অ্যাড তৈরি, রিপোর্ট দেখা, পেমেন্ট দেখাবিষয়গুলো।