ধর্ষক পুলিশের ১০০ বছর সাজা

বিডি মেট্রোনিউজ ডেস্ক || মালয়েশিয়ার এক বড় পুলিশ কর্তাকে ১০০ বছরের জেল ও ১৫ ঘা বেত মারার শাস্তি দেওয়া হল।  ২০১২ সালে দু দিন কোটা কিনাবালুর এক হোটেলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও বিকৃত যৌনাচারে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেই পুলিশ কর্তার নাম রোহাইজাত আবদুল অ্যানি। এই ডেপুটি পুলিশ সুপার সেই কিশোরীকে চারবার ধর্ষণ ও তার সঙ্গে বিকৃত সঙ্গমও করেন বলে অভিযোগ। রায়দানের সময় পাশে ছিলেন দোষী পুলিশ কর্তার স্ত্রী।

সেই পুলিশ অফিসারকে ১০০ বছর জেল সঙ্গে ১৫ ঘা বেতের শাস্তি দিয়ে আদালত জানায়, পুলিশের কাজ সাধারণ মানুষের রক্ষক হওয়া। আইনের চোখে ওর আচরণের কী ফল হতে পারে, তা ভাবেনইনি অভিযুক্ত। নির্যাতিতার বয়স, অনুভূতি-বিচার করেননি তাও।’ সাজা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন ৫৪ বছর বয়সি ওই পুলিশকর্তা।

ওই দিন কোর্টে ধূসর কালো রঙের জ্যাকেট পরে স্থির চোখে তাকিয়ে ছিল ওই পুলিশ অফিসার। সাজা শোনানোর সময় উপস্থিত ছিলেন তার স্ত্রীও। তিনি কিছুই বলেননি। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, স্বামীকে বাঁচানোর জন্য কোনও লড়াই তিনি চালাতে চান না। শুধুমাত্র মামলার পরিণতি জানতেই তাঁর আসা।

Print Friendly, PDF & Email

Related Posts