বিডি মেট্রোনিউজ ডেস্ক || ভারতের পাঞ্জাব প্রদেশের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় চারজন সন্ত্রাসী ও দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। শনিবার ভোরে পাঞ্জাব প্রদেশের পাঠানকোট জেলার একটি বিমানঘাঁটিতে এ হামলা হয় বলে ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে।
ভারতের একটি সংবাদমাধ্যমে বলা হয়, কমপক্ষে ছয়জন সন্ত্রাসী বিমানঘাঁটিতে হামলা করে। এ সময় বিমানঘাঁটির নিরাপত্তাকর্মীদের সঙ্গে গোলাগুলিতে চারজন সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসীদের গুলিতে দুজন নিরাপত্তাকর্মী নিহত হন।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ৬ সেনা জওয়ান। তাঁদের ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে। তবে এখনও দুই জঙ্গি বিমানঘাঁটিতে আত্মগোপন করে রয়েছে বলে খবর। তাদের খোঁজে চলছে চিরুণি তল্লাশি। আজ ভোররাতে আচমকাই পাকিস্তান সীমান্তবর্তী পাঠানকোট বিমানঘাঁটির ৩ দিক দিয়ে সেনার পোশাকে হামলা চালায় ৬ জঙ্গি। তারা প্রত্যেকেই জয়েশ-ঈ-মহম্মদের সদস্য বলে প্রাথমিক অনুমান।
এর আগে শুক্রবার সকালে পাঠানকোটের কাছে অকালগড় গ্রামের কাছ থেকে গুরুদাসপুরের অপহৃত পুলিশ সুপার সলবিন্দর সিং এবং তাঁর দুই বন্ধুকে উদ্ধার করে পুলিশ। ভাঙাচোরা অবস্থায় তাঁদের গাড়ি এবং নিহত চালকের লাশ পাওয়া গিয়েছে। কিন্তু, অপহরণকারীদের খোঁজ এখনও মিলল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানকোট এবং গুরুদাসপুরে জারি করা হয়েছিল ‘হাই এলার্ট।