বিডি মেট্রোনিউজ ডেস্ক ||বাইসাইকেল চালিয়ে অফিসে গেলেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লীর রাস্তায় যান চলাচলে জোড়-বিজোড় বিধি চালু হয়েছে ১ জানুয়ারি থেকে। এদিন ছিল বিজোড় তারিখ, তাই বিজোড় সংখ্যা দিয়ে শেষ হওয়া নম্বর প্লেটের গাড়ি গতকাল পথে নেমেছিল। সিসোদিয়ার গাড়ির নম্বরপ্লেট বিজোড় হওয়ায় প্রথম দিনে নিজের গাড়িতেই অফিস যান তিনি। কিন্তু শনিবার জোড় সংখ্যার দিন হওয়ায় সাইকেলে অফিস গেলেন উপমুখ্যমন্ত্রী।
প্রথম দিনেই দিল্লীতে জোড়-বিজোড় বিধি বেশ ভাল ভাবে কার্যকর হয়েছে। বিধি ভাঙার অভিযোগে জোড়-বিজোড় বিধি চালুর প্রথম দিনে ২০৩টি গাড়িকে জরিমানা করা হয়। অটোরিকশা বা ট্যাক্সি যাতে যাত্রীদের প্রত্যাখ্যান না করে তার জন্য দিনভর তৎপর ছিল পুলিশ। যাত্রীদের প্রত্যাখ্যানের অভিযোগে ৭৬ অটোরিকশা চালককে আটক করা হয়।
দিল্লী ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের উপর নির্ভর করেছেন অনেক যাত্রী। রাজধানীর ছ’টি এলাকায় দূষণ মাপার যন্ত্র বসানো হয়েছে। নতুন বিধি শুরু হওয়ার পর রাস্তায় গাড়ির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসায় দূষণ কতটা কমল, তা মাপা হচ্ছে দিনভর।