ধামরাইয়ে পুলিশ পরিচয়ে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান বড় পাইছাইল গ্রামের পুলিশ পরিচয়ে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। নগদ টাকাসহ স্বর্ণ অলঙ্কার, মোবাইল সেট জামাকাপড় লুট। গত সোমবার দিনগত রাত সাড়ে বারটার দিকে ডাকাতি ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ভূক্তভোগী আজিজুল ইসলাম জানান,আজ রাতে আমার বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি হয়েছে। প্রথমে দুজন আমার বাবার রুমের দরজা ধাক্কা দিয়ে বলে আমরা থানা থেকে এসেছি। আপনার বড় ছেলের নামে ওয়ারেন্ট আছে। পরে আমার বাবা দরজা খুলতেই ৮-১০ জন ঘরে প্রবেশ করে আমার বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখে আমাকে দরজা খুলতে বলে দরজা খুলতেই আমাকে জিম্মি করে আমার ঘরের আলমারি থেকে নগদ ১ লক্ষ টাকা ৫ ভরি স্বর্ণ,২ টি মোবাইল সেট সহ জামাকাপড় লুট করে এমনকি ঘরে থাকা চানাচুর বিস্কুট ও নিয়ে গেছে।

আমার পাশের বাড়ির আব্দুল মুন্নাফ ও হাজী মহসিনের বাড়িতেও ডাকাতি হয়েছে। তাদের বাড়িতেও নগদ টাকা সহ স্বর্ণ অলঙ্কার মোবাইল সেট, লুট করে নিয়েছে।
এ ঘটনায় আমি আমার ওয়ার্ডের মেম্বার সহ থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানিয়েছি।

৭ নং ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান জানান,আমি সকালে জানার পর আজিজুলসহ তিন জনের বাড়িতে গিয়ে দেখেছি ডাকাতির ঘটনাটি সত্য। তাই আজিজুলকে সঙ্গে নিয়ে ধামরাই থানায় মৌখিক অভিযোগ জানিয়েছি। ওসি তদন্ত আবু সাইদ আল মামুন আমাদের আশ্বস্থ করেছে ।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি তদন্ত ও ভারপ্রাপ্ত ওসি আবু সাইদ আল মামুন জানান, পুলিশ পরিয়ে ডাকাতির ঘটনাটি সত্য। তবে তিনি জানান তিন বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে বলে জানান তিনি। তবে ভূক্তভোগীরা যদি লিখিত অভিযোগ দায়ের করে তা হলে মামলা নেওয়া হবে বলে জানান ।

Print Friendly, PDF & Email

Related Posts