মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। নববর্ষ বরণ উপলক্ষ্যে  চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলাসহ বর্ণাঢ্য আয়োজন করে উপজেলা প্রশাসন।

রোববার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়াররম্যান বীর মুক্তিযোদ্বা এম.এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঞা, সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, মোজাম্মেল হক, অলি উল্যা, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জি.এম ফারুক’সহ কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা রং বেরংয়ের পোষাক পরে অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা চত্ত্বরের বটমূলে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়াররম্যান বীর মুক্তিযোদ্বা এম.এ কুদ্দুস।

উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মুছাদ্দেক হোসেন মুরাদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন সরকার, এখলাসপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, সাবেক ছাত্রনেতা আল মাহমুদ টিটু মোল্লা, মাহবুব হোসেন বাবু প্রমুখ।

Print Friendly

Related Posts