ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফারজানা আক্তার নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

সোমবার বিকেলে নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

ফারজানা আক্তার ধামরাইয়ের চাপিল এলাকার ফারুক হোসেন মেয়ে। ফারজানা আক্তার শৈলান সুরমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ জানায়, গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ওই ছাত্রী গণিত বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তীতে সে এবছর ওই এক বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। আজ  দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে আবারও গণিত বিষয়ে অকৃতকার্য হয়। আর এতে লজ্জায় ওই শিক্ষার্থী নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস লাগালে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে এবং নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে।

এব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল লতিফ জানান, আমরা হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করি স্বজনদের কারও কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Print Friendly

Related Posts