ধামরাইয়ে ১৮ বছর পর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি

রাসেল হোসেন ধামরাই : ধামরাইয়ে দীর্ঘ ১৮ বছর পর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটির জন্য আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে বুধবার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও আগের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, ১৯৯৮ সালে ছাত্রলীগের গঠিত কমিটি ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে। এর পরে ২০১১ সালে লায়ন পারভেজকে আহ্বায়ক ও সারোয়ার মাহবুব তুষারকে যুগ্ন আহ্বায়ক করে ধামরাই উপজেলা ছাত্রলীগকে তিন মাসের জন্য স্বঘোষিত কমিটি দেওয়া হলেও ওই কমিটি পূর্ণাঙ্গ হয়নি। দীর্ঘ ১৮ বছর পর বুধবার বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের স্বাক্ষরিত প্যাডে ১৪ জনের নাম উল্লেখ্য করে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য সম্মেলনের আয়োজন করতে বলা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম কমিটির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধামরাই উপজেলায় দীর্ঘ দিন যাবৎ ছাত্রলীগের কোন কমিটি নেই। তাই এই উপজেলায় মিদুল মাহমুদ সাদ্দামকে আহ্বায়ক ও রবিউল আওয়াল রুবেলকে যুগ্ন আহ্বায়ক করে আরো ১২ জনের নাম উল্লেখ্য করে উপজেলা কমিটি দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই কমিটিকে সম্মেলনের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রলীগের এই নেতা আরো বলেন, আহ্বায়ক কমিটির মাধ্যমে সম্মেলন করে একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আহ্বায়ক কমিটিতে নাম নেই এমন যোগ্য নেতাও এই কমিটির প্রার্থী হতে পারবে বলেও তিনি জানান।
Print Friendly

Related Posts