প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের গঠনমূলক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপি।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কারো সাথে শত্রুতা নয়; সবার সাথে বন্ধুত্ব বজায় রেখেই স্মার্ট বাংলাদশে বিনির্মানে ভূমিকা রাখবে বঙ্গবন্ধু সৈনিক লীগ।
বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের সারথি হিসেবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিণির্মানে কিভাবে ভূমিকা রাখা যায় তারই রুপরেখা নির্নয়ে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারাদেশে ছড়িয়ে থাকা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা মানবিক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপির ডাকে সারা দিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিট প্রধানদের নেতৃত্বে সমাবেশস্থলে সমবেত হন নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে শীর্ষ নেতারা বলেন, আলহাজ হারুন উর রশীদ সিআইপির নেতৃত্বে এই সংগঠন স্বীকৃতি পেয়েছে।
এ সময় বক্তারা আরো বলেন, সংগঠন নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। তাদের চিহ্নিত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।
এ সময় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপি বিশৃঙ্খলাকারীদের সতর্ক করে বলেন, জীবনের পুরোটা সময় বঙ্গবন্ধুর জন্য ত্যাগ করেছি। বাকী জীবন শেখ হাসিনার জন্য উৎসর্গ করতে চাই।
যারা এখনো বঙ্গবন্ধু সৈনিক লীগ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিষয়ে সাংবিধানিক ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আলহাজ হারুন উর রশীদ সিআইপি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে দরিদ্র অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নিজ হাতে খাদ্য সামগ্রী ও ইফতার বিরতণ করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপি।
সূত্র: মিজানুর রহমান