এমআইইজেড-এ জার্মানি-ভিত্তিক সিএইচটি বাংলাদেশ -এর ফ্যাক্টরির শুভ উদ্বোধন

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড)-এ, বহুজাতিক বিশেষায়িত কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটি জার্মানি জিএমবিএইচ-এর অঙ্গপ্রতিষ্ঠান সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লিঃ-এর ফ্যাক্টরির শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৯ মে) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য (অ্যাডিশনাল সেক্রেটারি) মো. আলী আহসান এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ডিরেক্টর তানজিমা বিনতে মোস্তফা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি গ্রুপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা/পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ফ্র্যাংক নওম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএইচটি গ্রুপ-এর সিএফও অ্যাক্সেল ব্রিটলিং, সিএইচটি গ্রুপ-এর সিটিও ড. বার্নহার্ড হেটিচ এবং (সিএইচটি সুইজারল্যান্ড এজি) ম্যানেজিং ডিরেক্টর/গ্রুপ ভাইস প্রেসিডেন্ট (টেক্সটাইল) বেনোয়া মুটল্ট।

বাংলাদেশে সরকার কর্তৃক প্রথম প্রাইভেট ইকোনমিক জোন-এর লাইসেন্স-প্রাপ্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিআই-এর বর্তমানে মেঘনা ইকোনমিক জোন (এমইজেড), মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) এবং কুমিল্লা ইকোনমিক জোন (সিইজেড) নামে ৩টি ইকোনমিক জোন রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নারায়ণগঞ্জের সোনারগাঁও-এ অবস্থিত এমআইইজেড হচ্ছে এমজিআই-এর স্থাপন করা দ্বিতীয় ইকোনমিক জোন। এমআইইজেড-এ অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, চীন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ভারতের বিনিয়োগকারী কর্তৃক মোট ১১টি বিদেশী প্রতিষ্ঠান সহ মোট ২২টি শিল্পপ্রতিষ্ঠান ইতিমধ্যে স্থাপিত হয়েছে।

Print Friendly

Related Posts