আজও আওয়ামী লীগ-বিএনপির শোভাযাত্রা ও পদযাত্রা কর্মসূচি

রাজধানীতে আজও ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে আওয়ামী লীগ এবং পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দল ও জোট।

আজ বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। আর রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

জানা গেছে, বিকেল ৩টায় আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি। তার আগে সমাবেশ করবে দলটি। সমাবেশ শেষে পদযাত্রা আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

গতকাল মঙ্গলবারও রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে দুপুরে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা করে আওয়ামী লীগ। এই দিন সকালে সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করে বিএনপি। আর বড় দুই দলের কর্মসূচির চাপে পড়ে ভ্যাপসা গরমের মধ্যে সারাদিন তীব্র যানজটে চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। বিশেষ করে বিকেলে অফিস ছুটির সময় মতিঝিল, পল্টন, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, শাহবাগ, মৌচাক, মগবাজার, বাংলামটর, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন এলাকার সড়ক যেন স্থবির হয়ে পড়ে। এ ছাড়া গাবতলী থেকে বিএনপির পদযাত্রা যেসব সড়ক দিয়ে গেছে, সেসব এলাকায়ও দেখা দেয় যানজট। বাধ্য হয়ে অফিস বা ঘরমুখো অনেককে বাস, রিকশা, সিএনজি অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়ি থেকে নেমে হাঁটতে দেখা যায়। যানজটে স্কুলগামী ছেলেমেয়েরাও চরম ভোগান্তির শিকার হয়।

Print Friendly, PDF & Email

Related Posts