জাপান-বাংলা পিস ফাউন্ডেশনের উদ্যোগে হিরোশিমা দিবস পালিত

জ. ই বুলবুল : অস্ত্রের ঝনঝনানি কখনো শান্তি আনতে পারে না, বিশ্ব শান্তির জন্য যুদ্ধ পরিহার করতে হবে বলে জানিয়েছেন জাপান দুতাবাসের ডেপুটি চিফ অব মিশন মি. মাচিদা তাতসুইয়া।

রোববার (৬ আগস্ট) রাতে জাপান-বাংলা পিস ফাউন্ডেশনের আয়োজনে আইডিইবি ভবনে প্রধান অতিথির বক্তব্যে মাচিদা তাতসুইয়া এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাপান-বাংলা পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হুমায়ুন কবির সুইট, প্রধান উপদেষ্টা ড. এস. আই খান, মহাসচিব ডা. কায়েম উদ্দিন, বিশেষ অতিথি কান্ট্রি ডিরেক্টর ইউজি আন্দো, জাপানি নাগরিক তারেক রাফি ভূঁইয়া জুন, কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম জাকির হোসাইন, বোর্ড চেয়ারম্যান ডা. দিলিপ কুমার রায়, ডা. এম এন ইসলাম, ডা. তারেকুজ্জান সোহেলসহ অন্যান্যরা।

বক্তারা হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমার ভয়াবহতাকে সামনে রেখে বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতির উপর মুল্যবান বক্তব্য রাখেন। পরে কিছু গুণীজনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

Print Friendly, PDF & Email

Related Posts