ডরপ কেন্দ্রীয় কার্যালয়ে ‘ডরপ হোম’ এ মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প বিষয়ক উপজেলা ফ্যাসিলিটেটরদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য্ প্রকৌশল অধিদপ্তর-ঢাকার প্রকল্প পরিচালক মো. তবিবুর রহমান তালুকদার, সভাপতিত্ব করেন ডরপ-এর সিইও এবং প্রতিষ্ঠাতা এএইচএম নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসনিম তামান্না।
৩৬ জন উপজেলা ফেসিলিটেটরদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপ-এর উপ-নির্বাহী পরিচালক ও প্রকল্পের টিম লিডার যোবায়ের হাসান।
প্রধান অতিথি ও প্রকল্প পরিচালক প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, পিট লেট্রিন তৈরীর কলাকৌশলসহ প্রকল্পের লক্ষ্যমাত্রা এবং এসডিজি ৬.১ ও ৬.২ পূরণে এ প্রকল্প মানব সম্পদ উন্নয়নে টেকসই গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ব্যাখ্যা করেন।
এই প্রকল্প ডরপ এবং ওয়াটারএইড যৌথভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়ার্ল্ড ব্যাংকের কারিগরি সহায়তায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১১ জেলার ৪৮টি উপজেলার ৫১৫টি ইউনিয়নে বাস্তবায়িত হবে।
তিনি ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতি এএইচএম নোমান বলেন, আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ; কিন্তু কোন কিছুই অসম্ভব নয়; আমরা পারব।’
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করেন।