স্যাংশনের ভয় দেখিয়ে লাভ নেই, এগিয়ে যাবে নৌকা : প্রধানমন্ত্রী

দেশের মানুষ নিজেদের অধিকার বুঝে নিতে পারে, এ জন্য তাদের স্যাংশনের ভয় দেখিয়ে লাভ নেই বলে বিদেশি শক্তিগুলোকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২ সেপ্টেম্বর) এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে পুরানো বাণিজ্যমেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে আন্দোলন-নিষেধাজ্ঞা দেখে ঘাবড়ে যান। ঘাবড়াবেন না, মনে রাখবেন এই মাটি আমাদের। নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ভয়কে জয় করেই এগিয়ে যেতে হবে। মেঘ দেখে করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আত্মবিশ্বাস ধরে রেখে জনগণের জন্য কাজ করে যেতে হবে। উজান ঠেলেই এগিয়ে যাবে নৌকা।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থিতিশীল গণতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, টানা গণতান্ত্রিক স্থিতিশীলতায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। দেশবাসীকে কোন গণতন্ত্র দেবে বিএনপি, প্রশ্ন তোলেন তিনি।
 
শেখ হাসিনা আরও বলেন, প্রথমবার সরকারে আসার পরেই আমরা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে নজর দিয়েছিলাম। বর্তমানে ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করে ওয়াদা রক্ষা করেছে আওয়ামী লীগ সরকার।  
তিনি বলেন, গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে দেশে, এরমধ্য দিয়ে বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা বা নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় সাময়িক সমস্যায় পড়েছে দেশ।
Print Friendly, PDF & Email

Related Posts