দু’টি কবিতা ll এ. বি বিশ্বাস

হা য় রে  এ  পৃ থি বী

ছায়াবাজি মিথ্যা দুনিয়া
হাসিকান্না মায়া মমতা
সুখ দুঃখ বেদনা
অভাব অনটন নিয়ে ভারাক্রান্ত।

হিংসা নিন্দা দিয়ে জড়িত
লোভ লালসায় মানুষ মগ্ন
ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন চেহারা
বিচিত্র মানুষ বিচিত্র মতলব
বিচিত্র মতি-গতি
বিচিত্র ভাবের বিচিত্র কথাবার্তা।

শুনলে মুখে হাসি পায়
লজ্জায় হায় হায়
হায়রে এ পৃথিবী।

অ ন ন্ত কা ল

 

মায়া ঘেরা পৃথিবী
সুখ শান্তির জগতে
কত প্রেম ভালোবাসা
গেঁথে ছিলে অন্তরে।

শান্তির কুটির বেঁধে
আনন্দ উল্লাসে
গেল দিন পেরিয়ে
সুখের দিন কাটলো পরশে।

থাকবে স্মৃতি মনে রাখে কথা
দুনিয়ার হালচাল
ভাঙ্গা গড়া জীবনের
মনে রাখ অনন্তকালের ভাষা।

Print Friendly, PDF & Email

Related Posts