নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার দুপুর ২ টায়

ওয়ানডে বিশ্বকাপের আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সাকিবের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে। তবে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ, পেস অলরাউন্ডার সৌম্য সরকার ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ২টা থেকে।

বিশ্বকাপ মিশন শেষে টেস্ট সিরিজে আবারও মাঠে নামবে দল দুটি। এ ছাড়া ডিসেম্বরেই রয়েছে দুই দলের মধ্যকার ২ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, তবে এই সিরিজটি হবে কিউইদের মাটিতে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ওয়ানডের সূচি: 
 

ম্যাচ তারিখ সময় ভেন্যু
প্রথম ওয়ানডে ২১ সেপ্টেম্বর দুপুর ২টা মিরপুর
দ্বিতীয় ওয়ানডে ২৩ সেপ্টেম্বর দুপুর ২টা মিরপুর
তৃতীয় ওয়ানডে ২৬ সেপ্টেম্বর দুপুর ২টা মিরপুর

 

Print Friendly, PDF & Email

Related Posts