ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যমতে সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

অ্যান্ড্রয়েডের ভূমিকম্প সতর্কবার্তার তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় থেকে তিন কিলোমিটার দূরে।

বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান ও চীনেও এ কম্পন অনুভূত হয়েছে।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। উৎপত্তিস্তল ছিল ভারতের আসাম।

কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের অনেককে ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়। অবশ্য এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও আশপাশের এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২, উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।
 
এরআগে ১৪ আগস্ট রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
Print Friendly, PDF & Email

Related Posts