মৌলভীবাজারে সোমঋতা মল্লিকের একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

ডানে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছে নিশাত আনজুম ও পাশে অভ্যাগতরা

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চর্চা এখনো থেমে নেই। ৩০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬ টার সময় বিশ্ব কবিমঞ্চ আয়োজনে মৌলভীবাজার পৌর মিলনায়াতনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘চেতনায় নজরুল’ অনুষ্টিত হয়।

বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলার সভাপতি কবি মায়া ওয়াহেদ-এর সভাপতিত্বে প্রথম পর্বে আলোচনা সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা বেগম। মুখ্য-আলোচক জাতীয় কবিতা পরিষদের জেলা সভাপতি কবি আব্দুল মতিন, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ছায়ানট কলকাতার সভাপতি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক সোমঋতা মল্লিক।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের জেলা সভাপতি কবি আব্দুল মতিন, বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধর।

ঐন্দ্রিলা চাকলাদারের চমৎকার সঞ্চালনায় আলোচনা করেন প্রফেসর মোঃ শাহজাহান, অধ্যাপক সৈয়দ মুজিব, ড. রণজিৎ সিংহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, রাজনীতিবিদ অপূর্ব কান্তি ধর, ডা. অঞ্জন ভৌমিক, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম শেফুল, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য।

দ্বিতীয় পর্বে শুরু হয় কলকাতার নজরুল সঙ্গীত শিল্পী সোমঋতার একক সঙ্গীতানুষ্ঠান। একে একে কাজী নজরুল ইসলামের প্রায় ১২-১৩টি গান গেয়ে শোনান। কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন লেখক আজিজুল আম্বিয়ার ছোট মেয়ে নিশাত আনজুম এবং কলকাতার শিল্পীকে উপহার তুলে দেন নাফিসা আনজুম।

শুরুতেই মৌলভীবাজার কবি বর্তমান যুক্তরাজ্যে প্রবাসী নুরজাহান শিল্পীর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts