গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করেছে বাংলাদেশ। এক জয় এবং এক হারের মিশ্র অনুভূতি নিয়ে টাইগাররা পাড়ি জমিয়েছে তাদের পরবর্তী গন্তব্য ধর্মশালায়। তবে দলের অন্য সবার সঙ্গে সেখানে যাননি অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কিনা, সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিশ্ব আসরের আগে ‘ক্যাপ্টেন্স মিট’ নামে একটি আয়োজন আছে ভারতের আহমেদাবাদে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি সাকিব।
বিশ্বকাপের আগের দিন অর্থাৎ ৪ অক্টোবর আহমেদাবাদে হওয়ার কথা রয়েছে ‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠানটি। সেখানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। অন্য সবার মতো যোগ দেবেন সাকিবও। এই অনুষ্ঠান শেষে ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন টাইগার অধিনায়ক।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ইতোমধ্যে ধর্মশালায় পৌঁছে গেলেও আফগানিস্তান এখনও গুয়াহাটিতে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ভেন্যুর উদ্দেশ্যে যাত্রা করবে দলটি।
বিশ্বকাপের আগে গুয়াহাটিতে দুটি গা গরমের ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেলেও ইংল্যান্ডর বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।