পদ্মা নদীতে জেলের জালে ৫০ কেজি ওজনের শুশুক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাসাইল পদ্মা নদীতে এক জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) ভোরে স্থানীয় জেলে দাদন মান নদীতে মাছ ধরতে গেলে জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে। পরে শুশুকটি নদীতীরবর্তী হাসাইল মাছ ঘাটে আনলে এটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়।

এলাকাবাসী জানান, পদ্মা নদীতে প্রতিদিনই শুশুক লাফাতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পড়ে। শুশুক ধরা পড়ছে শুনে নিজ চোখে দেখতে ছুটে আসেন তারা।

স্থানীয় জেলে দাদন মান বলেন, প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। আজ ভোরে জাল উঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে সকলে আস্তে ধীরে জাল টানতে থাকি। এক পর্যায়ে দেখি এটি মাছ না শুশুক। এটি দেখতে আশে পাশের অনেক লোক জমায়েত হয়। পরে শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।

 

Print Friendly, PDF & Email

Related Posts